সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রংপুর বিভাগের ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ শক্তিশালীকরণ বিষয়ক সেমিনার  

নীলফামারী প্রতিনিধি

রংপুর বিভাগের ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ শক্তিশালীকরণ বিষয়ক সেমিনার  

রংপুর বিভাগের ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ শক্তিশালীকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  গত মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে ক্যাবের আয়োজনে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় সহকারী কমিশনার (সার্বিক) মো. আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ক্যাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী।

আলোচনা সভায় রংপুর বিভাগীয় ক্যাবের সকল জেলার পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুর জেলার প্রতিনিধিরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং ভোক্তা অ্যাওয়ারনেস ডেভলপমেন্টের জন্য স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাবের উপকমিটি বা যুব কমিটি বা ছাত্র উদ্যোগ কমিটি তৈরির ব্যাপারে সকলেই একমত পোষণ করেন। 

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর ক্যাব নেতাদের সব জেলার কার্যক্রমকে সাধুবাদ জানান এবং আরো বেশি বেশি কাজ করার এবং অ্যাওয়ারনেস ডেভলপ করার জন্য প্রশাসনিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

সেই সঙ্গে বিশেষ অতিথি তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীন একটি পুলিশের ইউনিট তৈরির জন্য আহ্বান জানান। 

অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য রংপুর জেলার সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন এবং নীলফামারী জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমিন বিশেষ ভূমিকা পালন করেন।

টিএইচ